ভুলুয়া ডিগ্রি কলেজ

নোয়াখালী সদর, নোয়াখালী

অধ্যক্ষের বাণী

মেনু

 

অধ্যক্ষের বাণী
, 0000-00-00

নোয়াখালীর আদি নামে প্রতিষ্ঠিত মনোরমসুন্দর পরিবেশে শহরের উপকণ্ঠে অবস্থিত ভুলুয়া ডিগ্রি কলেজ। রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশ হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বজন সমাদৃত। প্রত্যেক পিতা-মাতা চান তাঁর আদরের সন্তানটিকে উপযুক্ত শিক্ষাঙ্গনে পড়াতে। সে হিসেবে আমাদের কলেজটি সগৌরবে ও মহিমায় তাদের লালন করতে চায়যারা এখানে এসে নিজেকে জ্ঞান সাধনায় নিয়তই নিয়োজিত রাখবে। এ প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশ অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম যেমন-শিক্ষাসফরসংগীতআবৃৃতিবিতর্কক্রীড়া ও সংস্কৃতি ইত্যাদির নিয়মিত চর্চা হয়। শিক্ষার্থীদের যোগ্য,দক্ষসৃজনশীলও মননশীল মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করে আসছে কলেজটি সুদীর্ঘ সময় ধরে। ইতোমধ্যে অনেকেই নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন এ কলেজটি থেকে অধ্যয়নের পর। ভবিষ্যতে এ বিদ্যপীঠ থেকে আরো যোগ্য মানব সম্পদ তৈরী হবে বলে আশা করছি। বিগত দিনের কিছু সাফল্য কলেজটির কর্মতৎপরতা আরো বাড়িয়ে দিয়েছে। দক্ষ গর্ভফি’ বডির যোগ্য নেতৃত্বে কলেজটি পরিচালিত। অভিজ্ঞমেধাবী ও আধুনিক মানসিকতা সম্পন্ন এক দল দক্ষ শিক্ষকের প্রাণান্তর প্রচেষ্টায় পরিচালিত হয় শিক্ষার সকল কর্মকান্ড। সেমিস্টার পদ্ধতি,নিয়মিত ক্লাসমাসিকটিউটোরিয়ালটার্ম পরীক্ষাএকাধিক মডেলটেস্ট সহ সার্বিক তদারকিমূলক কার্যক্রমের নিয়মিত পরিচালন রয়েছে এখানে। সমৃদ্ধ লাইব্রেরীবিজ্ঞানাগারছাত্র-ছাত্রী মিলনায়তন ও প্রাকৃতিক সুন্দর পরিবেশ বিরাজমান। সর্বোপরি আলোকিত মানুষ গড়ার মানষে প্রতিষ্ঠানটি একটি পূনাঙ্গ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে প্রাণান্তকর চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্