সভাপতির বাণী
,
0000-00-00
বাংলাদেশের সমৃদ্ধ প্রাচীন জেলা নোয়াখালী সদরের পূর্বাঞ্চলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মমিন উল্যাহ এডভোকেট কর্তৃক ১৯৯৪ খ্রিস্টাব্দের ২৬ সেপ্টেম্বর ভুলুয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা লাভ করে। কলেজটি নোয়াখালীর আদি নামে প্রতিষ্ঠিত।
১৯৯৫ সালে অত্র কলেজ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও কৃষিবিজ্ঞান শাখায় কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতি অর্জন করে। এরই সুষ্ঠু ধারাবাহিকতায় যথাযথ ব্যবস্থাপনায় অল্প সময়ের ব্যবধানে ১৯৯৮ সালে বিএ, বিএসএস, বিবিএস কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভূক্তি লাভ করে। কলেজটি জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৭ এ নোয়াখালী জেলার শ্রেষ্ঠ কলেজের স্বীকৃতি অর্জন করে। একই ক্যাম্পাসে অত্র কলেজসহ অপরাপর শিক্ষা প্রতিষ্ঠান মিলে যে অনবদ্য এক একাডেমিক কমপ্লেক্স এ পরিনত হল, তা সত্যেই আমাকে অনুপ্রানিত ও বিমোহিত করেছে।
২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলেজে তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু প্রক্রিয়াধীন আছে।
সকলের সার্বিক সহযোগিতায় কলেজটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আসাবাদ ব্যক্ত করছি।
মোঃ সহিদ উল্যাহ খান সোহেল
সভাপতি, কলেজ গভর্নিং বডি
ও
মেয়র, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী
|